banaer

এফিলিয়েট মার্কেটিং

আমরা শুরু করেছি এফিলিয়েট মার্কেটিং কিন্তু তাতে কিছু টা পরিবর্তন আনা হয়েছে। যা একই সাথে এফিলিয়েট এবং সি পি এ কাজ করবে।

 

affiliate মার্কেটার কাকে নেয়া হবে?
প্রথম অবস্থায় যারাই আমাদের সোশ্যাল সাইটে একাউন্ট করবে তাদের সবাই মার্কেটার হিসাবে কাজ করতে পারবে। নতুন/পুরাতন।

step 1
step 2

পেমেন্ট গ্যারান্টি কি?
আমরা কোন প্রকার থার্ড পার্টির আন্ডারে এই প্রোগ্রাম দিচ্ছি না, টোটাল প্রসেসটাই হবে ডিএমটেক এর আন্ডারে। আর পেমেন্ট গ্যারান্টি হিসাবে থাকছে ডিসিশন মেকার।

cpa কিভাবে কাজ করবে?

affiliate যে লিঙ্ক দেয়া হয়েছে তার মধ্যেই দুইটা পার্ট আছে

  • ১) একটা পার্ট হল সাইট রেজিস্ট্রেশন করলেই পেমেন্ট আপনার প্রোফাইলে অ্যাড হয়ে যাবে যা আপনি সঙ্গে সঙ্গে দেখতে পারবেন।
  • ২) পরের পার্টে হল আপনার রেফারে যে রেজিস্ট্রেশন করবে সে যদি ঐ সাইটের ডিজিটাল প্রোডাক্ট বাই করে তাহলেই একটা কমিশন আপনার ব্যালেন্সে অ্যাড হয়ে যাবে।
step 3

পেমেন্ট কি ভাবে করা হবে?
যেহেতু বাংলাদেশ সেহেতু বাংলাদেশি পেমেন্ট গেটওয়েই থাকবে তার মধ্যে বিকাশ তো মাস্ট।

step 4
step 5

মিনিমাম কত ব্যালেন্স হলে টাকা তুলা যাবে?
৫০০টাকা 

পেমেন্ট রিকুয়েস্ট সেন্ড করার তিন কর্মদিবসের মধ্যেই পেমেন্ট সেন্ড করা  হবে কোন কারণে দেরি হলে ৭দিন লাগতে পারে।

পেমেন্ট রিকুয়েস্টের সময় পেপাল মেইল চাইবে, পেপাল একাউন্ট না থাকলেও সমস্যা নাই, আপনার ইমেইল এড্রেসটা লিখে রিকুয়েস্ট করলেই হবে , পরবর্তীতে আমরাই যোগাযোগ করব।

cpa রেট কেমন হবে?

 ১টাকা যা অক্টোবরের ১ তারিখ থেকে ১৫ তারিখ পর্যন্ত থাকবে। পরে পরিবর্তন হলে জানানো হবে।

affiliate কমিশন কেমন হবে?
১০% ( যখন নগদ টাকা দিয়ে সাইটের প্রো ইউজার হবে । পয়েন্ট বা ওয়ালেটের মাধ্যমে হলে তা কাউন্ট হবে না।

step 6
step 7

কেন সাইট রেজিস্ট্রেশন করবে?
সেটা যে মার্কেটিং করবে সে বুঝাবে কেন রেজিস্ট্রেশন করবে। তবে আমরা একটা অপশন রেখেছি তা হল, যে জয়েন করবে নতুন সেও টাকা ইনকাম করতে পারবে এফিলিয়েট এর মাধ্যমে।

যদি আপনি আগ্রহী হন তাহলে নিবন্ধন করে নিন।